ফাল্গুনী পূর্ণিমা রাতে
মাহফুজা আক্তার এম.এ.কে

এই ফাল্গুনী পূর্ণিমা রাতে
যদি তুমি থাকতে পাশে,
মুগ্ধ নয়নে তোমার পানে
অপলকে থাকতাম আবেশে!

নিশাচর হয়ে অর্চনা করতাম
সমস্ত রাত্রি তোমার পরশ,
এমন মোহিত নিশি যদি আসতো
উন্মাদ চিত্ত হতো নির্বাকে অবশ!

১৫/০২/২৫ইং