চির ঘুম
মাহফুজা আক্তার এম.এ.কে

সময় সীমা অন্তিম এখন
দিবো চির ঘুম,
কাউকে কিছু নাহি বলে
হবো এবার গুম ।

ধরার মাঝে রাবণ চিতা
সদা উঁকি দেয়,
কখন যেনো হঠাৎ করে
তার আস্তানায় নেয় ।

বাসনা তবে যমে যাবার
মোহ মায়া বাদ,
সমান্তরাল এই অস্তিত্ব
বক্ষে কাঁটার বাঁধ ।

সংকেত সদা চির ঘুমের
জানিয়ে দেয় রোজ,
আসায় আসায় দিবস কাটে
হবো যমের ভোঁজ ।

সেথায় গিয়ে যমের সাথে
বদল হবে বোল,
তাইতো এখন ঘুমের নেশায়
খাচ্ছি ভীষণ দোল ।

(স্বরবৃত্ত ৪+৪+৪+১ )
১২-১২-২১ইং