সন্ধ্যা
মাহফুজা আক্তার এম.এ.কে
এই তুমি উদাসীন কেনো?
প্রকৃতিতে ছন্দ নেই কেনো?
নিস্তব্ধ নিথর থেকো না,
এই সন্ধ্যাকে হারাতে দিওনা ।।
দেখো,তোমারি তরে আজ,
স্তব্ধের মুখোশ পরেছে সাঁঝ,
ধন্যহবে যদি প্রাণবন্ত থাকো,
প্রার্থনার সুরে এনাম ডাকো ।।
এই একান্তে চলে এসো,
চায়ের চুমুকে পাশে বসো,
ঠোঁটের হাসিটুকু চোখে ফোটাও,
পৃথিবীকে মগ্ন আওয়াজ শোনাও ।।
এইতো,উদারতাতে লগ্ন বিলাস,
জন্ম নিবে এক অভিলাষ,
ভরে উঠুক প্রতিটি মুখ,
জোয়ারে ভাসুক সমুদ্রের বুক ।।
09*10*2019