প্রহর যাপন
মাহফুজা আক্তার এম.এ.কে

আজ থেকে ঠিক কয়েক বছর আগে,
তোমার প্রতিক্ষায় একাকী বসে ছিলাম,
সারাদিন পলকহীন ভাবে তোমার জন্য
খাওয়া ঘুম ত্যাগ করে তোমাতে চেয়ে ছিলাম!

কিন্তু তুমি আমার কথা একটুও ভাবনি
তুমি প্রহর যাপন করেছিলে অন্য বাগে,
অথচ তোমার জন্য হিয়া কাতরে মরেছিল
তবুও ধরা দাওনি আমার দগ্ধ অনুরাগে!

তুমি বুঝতেই পারোনি কতটা যাতনা সয়ে
তোমার পথ চেয়ে প্রহর যাপন করি,
প্রতিটা সেকেন্ডস্ কতটা বিমর্ষ ছিল
যা আজও জানো না এ যেনো অনলের তরী!

হায়! আমি উন্মাদ ছিলাম তোমার তরে
তুমি আমারে আরো বেশি উন্মাদ করে দিলে,
এ যেনো ঠিক প্রাণবন্ত শরীর থেকে সহজে
আমার আত্মাকে এক পলকে বের করে নিলে!

১৫-০৪-২৪ইং