দুটি পলাশ
মাহফুজা আক্তার এম.এ.কে
কুঁড়িয়ে পেলাম দুটি পলাশ
এই বসন্তে তাই ছূঁয়ে দিলাম,
প্রভাতের এই বিনম্র নিবেদন
সাদরে মননে গ্রহণ করলাম!
শীতের রিক্ততায় বিবশ হয়ে
আর কত অবশ চিত্তে যাপন,
বিমনা প্রহর কাটিয়ে শুভ হোক
বিদীর্ণ নীল পল্লবের আগমন!
১৪/০২/২৫ইং