দূর পরবাসী
মাহফুজা আক্তার এম.এ.কে
আমি চুপচাপ সরে গেলাম
তোমার ঝলমলে দিবস থেকে,
আমি না হয় নিরালায় বসে
বিমর্ষ হবো বাকরূদ্ধ থেকে...!
তবুও তুমি থেকো সুখের রাজ্যে
স্বর্গ এসে ধরা দিক তোমার অঙ্গনে,
আমি না হয় দূর পরবাসী হলাম
তোমার ভুবন থেকে আনমনে...!
২৪-০৫-২৪ইং