দুঃখ বিলাস
মাহফুজা আক্তার এম.এ.কে
তুমি কেনো আসো বারবার
আমাকে নতুন ভাবে পোড়াতে,
এই দগ্ধ হৃদয় আর কত পুড়লে
তোমার স্বস্তি মিলবে তাতে...!
কী এমন সুধা পাও যন্ত্রণা দিয়ে
তোমার জন্য মৃত হয়ে নিচ্ছি শ্বাস,
তবুও তুমি কেনো বুঝতে পারো না
আর কত দগ্ধতার করবে চাষ...!
তুমি দূরে থাকলে যতটা না
আমার দুঃখ বিলাস হয়,
যখন তুমি কাছে আসো
তার চেয়ে বেশি দুঃখ বিলাস হয়...!
এ কেমন রীতি কীভাবে থাকো
আমায় জ্যান্ত লাশ দেখেও,
আমন্ত্রণ রইলো আমার লাশে
গোলাপ জল ছিটিয়ে যেও...!
২৩-০৬-২৪ইং