দুই সেকেন্ডে হবে মরণ
মাহফুজা আক্তার এম.এ.কে

মনে হয় এক যুগ কাটলো
তোমাকে দেখতে পাইনি,
আর তোমার কথা মনে হয়
কোটি জনম শুনতে পাইনি..!

এই একটা দিনের ব্যবধানে
এমন যদি হয় হিয়ার স্পন্দন,
হঠাৎ যদি ঝড় হাওয়া নামে
তবে দুই সেকেন্ডে হবে মরণ..!

০৫-০৫-২৪ইং