ধৈর্যে আছে স্বস্তি
মাহফুজা আক্তার এম.এ.কে
বিপদ এলে করো না ভয়
সাহস নিয়ে চলো,
চলতে পথে থমকে গেলে
প্রভুকে সব বলো!
ধৈর্য নিয়ে চলতে শেখো
ধৈর্যে আছে স্বস্তি,
বিপদ আসলে ন্যায়ের জন্য
সাহস পাবে অস্তি !
ধরাধামে সকল কিছু
কষ্ট বিহীন নাইতো,
মনের শক্তি বজায় রেখে
সদা চলবো তাইতো !
প্রভু বিপদ আপদ পাঠায়
বান্দার জেরার জন্য,
সঠিক ভাবে প্রমাণ হলে
বান্দার জীবন ধন্য !
চলার পথে ধৈর্য ও ন্যায়
অতীব ভাবে দরকার,
সাহস বুকে রুখে দাঁড়া
এই ইচ্ছা থাক সবার!
(স্বরবৃত্ত ৪+৪+৪+২)
২৪-০৯-২২ইং