দহন প্রিয়
মাহফুজা আক্তার এম.এ.কে

হয় না কথা হয় না দেখা
তবু বক্ষে সেই বসত,
জোনিক আলো আঁধার রাতে
বিরামে করে বদল মত  ।

লুটিয়ে পড়ে সুপ্ত বোল
মাদল বাজে করুণ সুরে,
অবসাদের মুকুট পরে
দিক হারায় পথিক ঘুরে ।

অজানা এই রোগের শোকে
দম বিকিয়ে কেনে বিষাদ,
তবুও নাকি দহন প্রিয়
দহনে লেগে থাকার সাধ ।

(মাত্রাবৃত্ত ৫+৫+৫+৫)
২৭-১০-২১ইং