দোহাই তোমার!
মাহফুজা আক্তার এম.এ.কে

দোহাই তোমার!
আমায় ভালোবাসতে দাও
এই সুসজ্জিত রাত্রিকে  ।
যে রাতে আকাশ জুড়ে
লক্ষ কোটি তারার মেলা
করছে চাঁদের সাথে খেলা  ।

দোহাই তোমার!
আমায় যেতে দাও
ওই নির্জন দ্বীপদেশে ।
হেথায় বসত করবো
মরূদ্যানের ফুলের সাথে
হৃদয়ে প্রমোদ পুষবো তাতে  ।

১১/১০/২০ইং