দীর্ঘশ্বাস পোষার সাধ
মাহফুজা আক্তার এম.এ.কে

বক্ষ মাঝারে দীর্ঘশ্বাস
জমাট বেধে বরফ হয়,
প্রাণবন্ত অগ্নিরির মত
অবিরত জ্বলন্ত রয় ।

এই দীর্ঘশ্বাসের নেই
প্রাচীরের বেষ্টনী বাঁধ,
নিবেদিত প্রাণী হয়ে
দীর্ঘশ্বাস পোষার সাধ ।

০৪-১১-২১ইং