দীপ্তস্বরে
মাহফুজা আক্তার এম.এ.কে
একদা কোটি যুগ পর
তুমি সহসা এসে বললে,
কীভাবে ছিলে এতোদিন?
আমি দীপ্তস্বরে বললাম
ওই মৃত মানুষের মতো!
আর তোমাতে তাকালাম
ভীষণ বিষ্ময়তা চাহনিতে!
আমি মুগ্ধতায় হারালাম!
অত:পর তুমি বললে
কষ্ট হয়নি তোমার?
আমি দীপ্তস্বরে বললাম
সেটা আবার কী জিনিস !
০৮/১২/২৪ইং