নিভু প্রদীপ
মাহফুজা আক্তার এম.এ.কে
আজ আর নেই অভিযোগ
অভিমান সে তো হিম শীতল,
ভালবাসা হয়েছে বিবর্ণহীন
অনুরাগ গহীনে হয়েছে অতল!
কী নিয়ে আর দাঁড়াবো বলো
দূরত্ব বজায় রাখা ছাড়া নেই কিছু,
ভালবাসার নিভু প্রদীপ জ্বালিয়ে
আর হয়তো নিবো না তোমার পিছু!
২৯/১১/২৪ইং