দ্বিগুণ উজ্জ্বলের পুষ্প
মাহফুজা আক্তার এম.এ.কে

বছরের প্রথম প্রহরে
চাঁদহীন ছিল আকাশ,
কলরবের বিজনতায়
পুলকহীন ছিল বাতাস!

দ্বিগুণ উজ্জ্বলের পুষ্প
স্বর্গীয় স্পন্দন ভুলে গিয়ে,
বিচরণ করে পারাবারে
নির্বাসনের শপথ নিয়ে!

০১/০১/২৫ইং