অন্য রকম অনুভূতি
মাহফুজা আক্তার এম.এ.কে
হলো যে অন্য রকম অনুভুতি
ছন্দরা বিনয়ে হারালো গতি,
শিমুল পলাশের লেগেছে ছোঁয়া
তাই বাতায়নে উষ্ণ শান্ত ধোঁয়া !
সাগরের গর্জন থেমে গেছে
মুক্তার উজ্জ্বল হাস্য ছেয়েছে,
রিক্ত পত্রে সতেজতার পবন
জটিল সমীকরণে সিক্ত গগণ !
২২@০২@২২ইং