তুই মরে যা নিশ্চুপে
মাহফুজা আক্তার এম.এ.কে
তুই বদ্ধ ঘরে
অনশনে আর
তৃষ্ণায় কতর হয়ে,
মরে যা নিশ্চুপে
তবুও কাউকে আপন
ভাবিস না নিনাদ সয়ে...!
তুই প্রহর কাটাও
একাকী নির্জনে
নির্ঝরের রব মেখে,
তবুও তরী ভিড়াস না
বিমূর্ত মায়া জালের
নিখুঁত ফাঁদ দেখে....!
১৩-০৩-২৪ইং