ধ্রুপদী হবো প্রকৃতির সুরে
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে আলোর গতিতে
এক বিন্দু দেখা দিয়ে,
তোলপাড়ে ঝড় তুললে
আমার অবুঝ শান্ত হৃদয়ে...!
তুমি কী এমন স্বস্তি পেলে?
আমায় এলোমেলো করে,
শত যাতনা সয়ে নির্বাসনে
ডেকে ডেকে গিয়ে ছিলাম মরে..!
তখন তুমিই মত্য ছিলে
অন্য কোনো মায়ার ঘোরে,
নিজেকে অনেক বুঝিয়ে
দূরে এসেছি অশ্রু ঝরে..!
এখন আর চাই না কিছুই
তুমি ভালো থেকো সুদূরে,
আমি না হয় নিজেকে নিয়ে
ধ্রুপদী হবো প্রকৃতির সুরে..!
২৮-০২-২৪ইং