ধরণীকে দিয়ে আড়ি
মাহফুজা আক্তার এম.এ.কে

কেউ তো জানতো না
তুমিই শুধু জানতে,
তুমি জেনে বুঝেও
কেনো নিশ্চুপ ছিলে!

তাই স্বর্গে দিলাম পাড়ি
ধরণীকে দিয়ে আড়ি,
তুমি জানিও না কভু
স্পন্দন গিয়েছে থেমে !

১৯/১১/২৪ইং