ধরাতল প্রস্থান
মাহফুজা আক্তার এম.এ.কে

প্রকৃতির কোলে মাথা রেখে
শ্বাশত যাত্রার ধ্বনির সুরে,
মহাকালের নিপাত স্পর্শে
ধরিত্রী থেকে যাবো সুদূরে...!

সবুজ অরণ্যের পাশ দিয়ে
যতদিন রবে তটিনী বহমান,
ততদিন এই ধরাতল প্রস্থানে
চলবে বাকরুদ্ধতায় অভিযান...!

০৮-০৯-২৪ইং