দ্বীপ
মাহফুজা আক্তার এম.এ.কে

একদিন এই দ্বীপ জ্বলবেনা,
আঁধার আর ছুঁয়ে দিবেনা,
হতাশার বাণী কাছে ডাকবেনা,
কোনো ঝড়ের বহতা থাকবেনা  ।।

হয়তো ভূলে যাবে সবকিছু,
রয়ে যাবেনা আর পিছু ,
গেয়ে উঠবেনা এই সুর,
ভেসে যাবে দূর বহুদূর   ।।

সেইদিন কেমনে কাটবে প্রহর?
প্রশ্নের বাণীতে জাগবে শহর!
খুলবেনা আর এই দোর ,
উঠবে নতুন এক ভোর  ।।

01*10*19