নীহার বিন্দু
মাহফুজা আক্তার এম.এ.কে

আবারো বাজবে সেই কলরব
নরম রোদের সুঘ্রাণ পেয়ে,
কুহেলীর তালে উন্মাদ হয়ে
গিটার বাদক যাবেই গেয়ে ।

প্রসূন কলিরা আধো ফোঁটা হয়ে
স্বাগত জানাবে হৃদয় খুলে,
দোলন চাঁপার হাসির আভাসে
প্রজাপতি যাবে হারিয়ে দুলে ।

মধুকর চুপি ঘুরবে কুঞ্জে
অমিয় পানের বাসনা নিয়ে,
নীহার বিন্দু অঙ্গে মাখিয়ে
অদৃষ্ট হবে বিদায় দিয়ে ।

(মাত্রাবৃত্ত ৬+৬+৬+৫)
০২-১২-২১ইং