পরিত্যক্ত ধ্বনি
মাহফুজা আক্তার এম.এ.কে

পরিত্যক্ত প্রতিবিম্বে
ছায়া দেখি না অযুত দিন,
আবেগে লেখা ওই চিঠিতে
পরিত্যক্ত ধ্বনি বিলিন ।

ধূলিধূসর আধার নেয়
স্বীকার করা নিভু জমিনে,
ক্লান্ত হয়ে পথিক ঘুরে
আত্মাহীন কায় মলিনে  ।

০৬.১০.২১ইং
(অষ্টাপদী মাত্রাবৃত্ত ৫৫৫৫)