প্রগাঢ় ক্ষত
মাহফুজা আক্তার এম.এ.কে
তোমার শহরে এই যাত্রা
আমার প্রথম আগমন ছিল,
অচেনা সেই জায়গা তবুও
চেনা জানা ধ্বনি বেজে উঠেছিল !
অনেক প্রফুল্লিত মুহূর্ত ছিল
অন্তহীন প্রমোদ জেগেছিল,
ভিন্ন রকম অনুরাগে বীণা সুর
শিমুল পলাশে ছড়িয়ে পড়েছিল!
তবে তোমার বিদায় মর্মান্তিক
হৃদপিণ্ড কেঁপে উঠেছিল ভীষণ,
যদিও প্রাণবায়ু থাকা অবধি
পাঁজরের গহীনে রবে এ হৃদস্পন্দন !
যেখানেই থাকো ভালো থাকো
শুভ কামনা আগামীর জন্য,
এমন বন্ধুত্বের উপগমন পেয়ে
ক্ষুদ্র এ জীবন অনেকাংশ ধন্য!
তুমি কভুও ছিলে না এই আমার
এক ইঞ্চি মন খারাপের কারণ,
প্রকৃতির অনেক নিয়মে হয়তো
তোমাকে আগের রূপে খোঁজা বারণ!
এই ধরাধামের প্রথা মেনে নিয়ে
গোধূলির অস্তগামী সূর্যের মতো,
সবুজের মাঝে মিশে তবুও গন্তব্যে
ফিরিয়ে আসতে হলো নিয়ে প্রগাঢ় ক্ষত !
০৫-০৩-২২ইং