নিপাত সুর বাজে
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি ফিরবো মহাপ্রলয় হয়ে
ধ্বংসস্তুপের অগ্নি মাশাল সয়ে,
আমি ফিরবো পরশ পাথর হয়ে
সমস্ত অব্যক্ত ধ্বনির সুর লয়ে!

তুমি দেখবে নবদ্বীপের প্রাসাদ
কী ভয়াল রূপে প্রাচীর সাজে,
এমন ভাবে তুমি বিমোহিত হবে
যেনো সর্বদা নিপাত সুর বাজে!

কী করে সেই প্রহর কাটাবে
নয়নের রক্ত গঙ্গায় স্নান করে,
নাকি সুবাসিত আগর বাতির
সৌরভ মাখা নিলয়ে বাস গড়ে!

০৭-০৩-২৫ইং