উদয়কাল
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি হেঁটে চলো দূর সীমানায়
আমি পিছু নিবো মিথ বাহানায়,
তুমি এসো এসো বৈশাখী রাতে
হাত রাখবোই তোমার ও হাতে ।

দৃষ্টি ফিরবে না দৃষ্টি হতে
শশী রবে নিজ কক্ষের পথে,
আসকারা দিবে নিগূঢ় প্রদেশ
উদয়কাল না হয় যেনো শেষ ।

১১-০৩-২১ইং
(মাত্রাবৃত্ত ৬৬৬৬ অষ্টাপদী)