দ্বীপ পেরিয়ে
মাহফুজা আক্তার এম.এ.কে

ও দূর্গম পথের যাত্রী
যাত্রা করো প্রশমন,
নির্জন দ্বীপ পেরিয়ে
সমুদ্রে গড়ো আসন!

চিত্তক্ষোভ দূর করে
প্রশান্তির পবন নাও,
টুকরো বিরাম স্বাদে
আবার এগিয়ে যাও!

১০-০৩-২৩ইং