অদমনীয় টান
মাহফুজা আক্তার এম.এ.কে

মেঘের রাজ্যে আজ সেই উজ্বলতার রেশ নেই চারিদিকে ঘন আঁধারের বিচরণ এরই মাঝে অর্ক জানালা খুলে বাহিরে তাকালো আর মেঘের রূপ অবলোকন করলো আর হঠাৎ করেই তার ধরণীর কথা মনে পড়লো কী মধুময় ছিল সেই হারানো দিন গুলো। একদিন ভোর বেলা শিশিরের সাথে  তাদের জোড়া পা মিলানোর জন্য বেরিয়ে পড়লো। কিন্তু সেদিন ছিল ঘন কুয়াশায় সিক্ত ঊষালগ্ন তবুও তারা স্থির করলো আজকে যাবেই যাবে। তাই এক পা দু পা করে এগিয়ে যেতে লাগলো আর কদম হাঁটলেই তারা জোড়া পা মিলাতে পারবে ঠিক সেই সময় বিকট শব্দ হলো মনে হলো যেনো আকাশ মৃত্তিকায় মিশে গেছে চতুর্দিকের তমসা নেমে আসতে লাগলো কিন্তু অর্ক আর ধরণী দুজনেই না পারলো সামনে যেতে না পারছে পিছনে ফিরতে আর তাদের বক্ষ মাঝে আকাশের মত বিদ্যুৎ চমকাতে লাগলো । কিন্তু অনেক ভাবার পর ধরণী তার জোড়া পা না মিলিয়ে নিজ গন্তব্যে চলে গেলো। এদিকে অর্ক হৃদয়ের ছটফটানি আর সইতে পারছিল না ঠিক এমন সময় বিজলী তার ছটফটানি চিরতরে বিলিন করে দিলো সে কথা ধরণীর আজও অজানা রইলো ঠিক যেরূপ অদমনীয় টান ।।

০৯-১১-২২ইং