আবদ্ধ জমিন
মাহফুজা আক্তার এম.এ.কে

ধর্ম হলো আবদ্ধ জমিন
হেথায় প্রবেশ করলে,
দুনিয়াবি অনেক কিছু
ছাড়তে হবে ধর্ম বলে ।

আবার যদি ধর্ম ছাড়া
চলতে থাকে অবিরত,
তবে তাকে সইতে হবে
বিবেকের দংশন ক্ষত ।

১৭-১১-২১ইং