চব্বিশ ঘণ্টা পার হলো
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে চব্বিশ ঘণ্টা পার হলো
তোমায় এক পলক দেখলাম না,
তোমার সাথে একটি মিনিটও
কোনো ভাবে কথা হলো না...!
তোমার জন্য এই সমস্ত দিনটা
কেমন করে যে কাটলো আমার,
তুমি তো জানলেই না কী ভাবে
হিয়ায় রক্ত ক্ষরণ হলো আমার...!
ক্লান্ত ভরা এই দিবস পার করে
তোমায় একটুখানি দেখার জন্য,
হৃদপিণ্ডের গতি দ্বিগুন হয়েছিল
অনুভবে খুঁজে হয়ে যাচ্ছি হন্য...!
তবুও তোমায় একটুও পেলাম না
তুমি নিশ্চিন্তে কীভাবেই থাকো,
তুমি কী বুঝতে পারো না একটুও
আমায় কেনো অশান্ত রাখো...!
১৫-০৫-২৪ইং