চোখ জুড়ায়
মাহফুজা আক্তার এম.এ.কে
প্রভাত বেলা চোখ জুড়ায়
ধানের শীষে শিশির দেখে,
কলরবের ধ্বনির তানে
হৃদ হারায় শুভ্র মেখে ।
মেঠো পথের সবুজ ঘাসে
শিশির থাকে চুপটি করে,
লজ্জাবতী মৃদু ছোঁয়ায়
উষ্ণ থাকে লতার তরে ।
শীতল বায়ু হালকা করে
শিহরণের দরজা খোলে,
সিক্ত রূপে ছদ্মবেশে
হাজার বেলি আদরে দোলে ।
(মাত্রাবৃত্ত ৫+৫+৫+৫)
১০-১০-২১ইং