মায়াবী রাত
মাহফুজা আক্তার এম.এ.কে
আত্মহারা পাগল পারা কমল কলি দেখে
সারা রাত্রি জেগে পাহারা দিই কুহেলী মেখে
মৃদু সমীর করে মাতাল
গাংচিলের শান্ত পাল
কেমন করে ঘুমাবো আজ মায়াবী রাত রেখে !
(মাত্রাবৃত্ত : ৫+৫+৫+৫+২/
৫+৫+৫+৫ লিমেরিক )
১৩-১২-২১ইং