চন্দ্রপ্রভা
মাহফুজা আক্তার এম.এ.কে

ও পুষ্প কি নাম তোমার?
কী নামে ডাকবো তোমায়!
নয়নে তুমি শেষ প্রহরে এলে
অজানায় কী বলবো তোমায়!

ঘটা করে নাম জানতে ইচ্ছা হলো
অবশেষে জানা হলো নাম তোমার,
তুমি নাকি চন্দ্রপ্রভা নামে সুবাসিত
চাঁদের আলোয় সজ্জিত হও আবার!

প্রথম দেখায় তুমি হিয়ার কোণে
আশ্রয় করে নিলে বিনম্র নিবেদনে,
বসন্ত বাতাসে তোমার পরশ মেখে
মহাকাল না হয় কেটে যাক আনমনে!

ও চন্দ্রপ্রভা সম্মতি দাও
সমস্ত প্রহর নির্বাসনে যাক,
তবুও অবেলায় তোমাতে
হিয়ার বসতি ঠাঁই পাক!

০৮-০৩-২৫ইং