চাঁদহীন তারাদের মেলায়
মাহফুজা আক্তার এম.এ.কে
তুমি স্বর্গীয় ধ্বনি হয়ে
এসো এই নক্ষত্রের রাতে,
চাঁদহীন তারাদের মেলায়
গল্প করবো তোমার সাথে!
সারা নিশি জেগে জেগে
তোমার অব্যক্ত ধ্বনি শুনবো,
আর তোমার মায়াবী হাসির
উচ্ছ্বাস আরাধনা করবো!
২৮/১০/২৪ইং