চাঁদের মতো একা হও
মাহফুজা আক্তার এম.এ.কে

চাঁদের মতো একা হও
যেনো আলো দিতে পারো,
সবাই আলো নিবে কিন্তু
কেউ তোমাকে পাবে না...!

তোমার দিকে আশা রাখবে
আর তুমি আশা পুরণ করবে,
কিন্তু তোমার একাকীত্ব কভুও
কেউ কখনো বুঝতে পারবে না...!

৩০-০৪-২৪