বৃষ্টি
মাহফুজা আক্তার এম.এ.কে
বন্ধু চলো বৃষ্টিতে ভিজি,
মেঘের ডাকে সাড়া দেই,
বৃষ্টির সাজে একটু সাজি,
আজ তবে বাঁধা নেই...
বন্ধু চলো পাড়ি জমাই,
আকাশের ঠিকানা যদি পাই,
হাতে রেখে হাত তাই,
বৃষ্টির রাগিনী খুজে বেড়াই...
আজ তবে ভিজুক মন,
এইতো ভেজার নিবিঢ় ক্ষণ,
উঠান জুড়ে পুলকিত ছায়া,
বৃষ্টি করলো একি মায়া...
13-07-20