বৃষ্টি নামে শরৎ কালে
মাহফুজা আক্তার এম.এ.কে

বৃষ্টি নামে মধুর তানে
শরৎ কালে কাশের বনে,
শিউলি বেলি যায় যে ভিজে
জবা কামিনী সিক্ত মনে ।

ক্ষেতের আলে নদীর কূলে
কাশ ফুলেরা মেঘের সাথে,
দুলছে তারা শুভ্র নিয়ে
অপরূপা ও নীলের রাতে ।

(অষ্টাপদী মাত্রাবৃত্ত ৫৫৫৫)
০৫-১০-২১ইং