বৃক্ষের চিৎকার
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি কী সত্যি আমায়
অনুভব করতে পারো না,
নাকি ওই বৃক্ষের চিৎকার
কাঠুরিয়ার মত শুনো না...!

তোমার কী সত্যি আমার জন্য
কোনো হৃদস্পন্দন জাগেই না,
নাকি আমার এই সিক্ত প্রণয়
তোমার অলিন্দে তুমি চাও না...!

১৫-০৫-২৪ইং