বছর তিনেক পরে
মাহফুজা আক্তার এম.এ.কে
প্রিয় পুষ্পরাজি!
বছর তিনেক পরে
আজ ভীষণ মনে পড়েছে,
অপরাহ্ণে বছর তিনেক আগে
কারা যেনো অপহরণ করেছিল
তবুও তোমার ঠাঁই দিলে রয়েছে...!
হলুদ মাখা আবরণে
তুমি ছিলে প্রগাঢ় স্পন্দন
অথচ পুষ্পরাজি হঠাৎ,
চোখের আড়ালে গেলে
অল্প কিছু দিনের ব্যবধানে
তবুও তুমি রবে হয়ে প্রভাত...!
10-10-21