বসন্তদূত বিমুখ
মাহফুজা আক্তার এম.এ.কে
প্রকৃতি আজ সেজেছে,
রূপের বিষাদ নিয়ে,
অচিন পাড়ায় যাবে,
প্রণয় বিলিয়ে দিয়ে।
সদ্য ফোটা জবা ফুল,
নিস্তেজ তাহার দেহ,
বসন্তদূত বিমুখ,
জগতে জানে না কেহ ।
06-09-20
(অষ্টাপদী কবিতা
অক্ষর বৃত্ত 8 মাত্রা)