বর্তমান
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি সেই বর্তমান
যেখানে মৃত্যু আসে না,
নিজের খবর অজানা
সন্ধ্যা নামে ভোর আসে না!

আমি সেই বর্তমান
অতীতের কম্পন ছোঁয় না,
ভবিষ্যতের প্রদীপ জ্বলে না
এখনো কেনো মৃত্যু আসে না!

২৮/১২/২৪ইং