বরফের সাথে সন্ধি
মাহফুজা আক্তার এম.এ.কে
বাসনা জেগেছে ভীষণ
ওই এন্টার্কটিকা মহাদেশে
পাড়ি জমাবো সাগ্রহে।
বিতৃষ্ণা জেগেছে প্রবল
এই এশিয়া মহাদেশে
ব্যধিগ্রস্ত সব মোহে।
ওই এন্টার্কটিকা মহাদেশে
বরফের সাথে সন্ধি করে,
একীভূত হয়ে যাবো
বরফের সিক্ততা ধরে।
০৪/১১/২১ইং