বোকা উদ্ভিদ
মাহফুজা আক্তার এম.এ.কে

বোকা উদ্ভিদ!
কত অবহেলা সয়ে
কত অব্যক্ত ধ্বনি বয়ে,
পথিকের পদযাত্রার
ধূলিবালি যায় গুণে!

বোকা উদ্ভিদ
শত রোদে পুড়ে
শত শীতের জ্বরে,
স্থির রয় একাধারে
পথিকের ধূলিবালি গুণে!

১৪/১২/২৪ইং