বহুরূপী গাছ
মাহফুজা আক্তার এম.এ.কে

গাছে বাঁধা প্রাণ ঘর,
আকাশ পাতাল পর,
তবু থাকে গাছে মান,
প্রভুর অসীম দান  ।

বহুরূপী গাছ গুলো,
অন্য সব থাক ভুলো,
বনের মাধুরীময় ,
ডুবে ডুবে জ্যোতি বয়  ।

  22-08-20
(৮ মাত্রা ৮ লাইন)