সবুজ ঘাসের অঙ্গ
মাহফুজা আক্তার এম.এ.কে
প্রকৃতির কোলে মাথা রেখে
শীতল বায়ুতে জুড়ালো প্রাণ,
শিমুল পলাশ বিদায় বেলায়
দিয়ে গেলো প্রতিক্ষার ঘ্রাণ!
শিশিরের জলে পা ভিজিয়ে
সবুজ ঘাসের অঙ্গ জুড়িয়ে,
দীপ্ত চেতনায় সুনীল বিমোহ
সঙ্গিন উদ্যমে গেলো জড়িয়ে!
এই স্বর্গীয় স্পন্দনের সুর
জাগালো পরমায়ুর সঞ্চার,
এই মনোহর বিশুদ্ধ শোভা
শাশ্বত হয়ে থাক বারংবার!
১৮-০৩-২৫ইং