বছরের প্রথম প্রহরে
মাহফুজা আক্তার এম.এ.কে

বছরের প্রথম প্রহরে
গগণে নক্ষত্র দেখলাম,
হিম কুয়াশার স্পর্শে
সিক্ত পল্লবে তাকালাম!

বৃক্ষের স্থির হয়ে দাঁড়ানো
পলকহীন নয়নে দেখলাম,
ঘুমের রাজ্যে পারাবতদের
নি:শ্বাসের ধ্বনি শুনলাম!

০১/০১/২৫ইং