নীল বৃক্ষ
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি যে কথার সুর পাঠাবে না
জেনেও বিনম্র নিবেদন পাঠালাম,
তোমার একটু কথার সুর শুনতে
ভীষণ সাধ জেগেছে এই জানালাম!

তোমায় তো জোর করতে চাই না
তবুও অভিলাষটুকু জানালাম,
যদি কভুও তোমার ইচ্ছা জাগে
এই বাসনায় প্রতীক্ষায় রইলাম!

হয়তো সেই দিন এসে দেখবে
মৃত্তিকার সবুজ পল্লব হয়েছি,
কত শত প্রহর ধ্যানমগ্নে কাটিয়ে
নীল বৃক্ষ হয়ে চির বিদায় নিয়েছি!

২২-০২-২৫ইং