প্রসূন চারু
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি তোমায় দেখিনি কভু
শত রূপের এই বাহরে,
হৃদ কুটিরে তাই জাগলো
ছন্দ গাঁথা বোল আহরে ।

তোমার ওই প্রসূন চারু
দেখে হলাম পাগল পারা,
নগর জুড়ে তোমার রূপ
করলো চুপি আত্মহারা ।

(মাত্রাবৃত্ত ৫+৫+৫+৫)
০৭-১২-২১ইং