অবরুদ্ধ জলছবি
মাহফুজা আক্তার এম.এ.কে
চাঁদনী রাত ঝলমলে আলো
পথের বাঁকে নেই অবরুদ্ধ,
এসো কিন্তু জলছবি দেখবো!
চাঁদ ডুবে গেলো ভোর হলো
তবুও এলে না বাকরূদ্ধ নীড়ে,
কী করে আর জলছবি দেখবো!
বসন্তের প্রভাতে সবুজ ঘাসে
যে শিশির বিন্দু স্থবির থাকে,
সেই শিশির বিন্দু দেখতে এসো!
নিসর্গ শোভা সিক্ততায় মেতেছে
বিনম্র অনুনয়ে আহ্বান করছি
তবু না এসেও একবার এসো!
২৭-০২-২৫ইং