বিতৃষ্ণার উদগীরণ
মাহফুজা আক্তার এম.এ.কে
যদি বৃষ্টি আসে চলে যাবো
যদি মেঘ ডাকে নিরুদ্দেশ হবো,
তমাসার নির্বাক আমন্ত্রণে আঁধারে হারাবো
চির ঘুমের আকুলতায় নিবাস সাজাবো !
এই ধরণী আমাকে বুঝতে অক্ষম
নিপাতকে ডাকছি নিয়ে যাক দম,
বিতৃষ্ণার উদগীরণ প্রবলে আঁকড়ে ধরেছে
ওই গোরস্থান আমাকে চুপিচুপি ডেকেছে !
১৪-০৫-২২ইং